১৪ মার্চ কৃষক দিবস পালন করছে রাজ্য সরকার। এই উদ্দেশ্যে সমস্ত রাজ্যজুড়ে সরকারের কৃষি দফতর একগুচ্ছ কর্মসূচি পালন করলো আজ।
২০০৭ সালে নন্দীগ্রামে ওই দিন ভূমি উচ্ছেদ বিরোধী আন্দোলনে নেমে প্রায় ১৪ জনের মৃত্যু হয়েছিল পুলিশের গুলিতে। ঘটনায় অভিযোগ ওঠে গত বাম সরকারের দিকে। বস্তুত সেই ভূমি উচ্ছেদ বিরোধী আন্দোলনকে মাথায় রেখে এবং আন্দোলনকে শ্রদ্ধা জানিয়েই কৃষক দিবস পালনের সিদ্ধান্ত রাজ্য সরকারের।
আজ দিনহাটা ২ নং ব্লক সহ-কৃষি অধিকর্তার করনে সুকারুর কুঠির বাসিন্দা এসরাফুল হককে কৃতি কৃষক সম্মাননা প্রদান করা হয়। সাথে ১০ হাজার টাকার চেক।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রনবজ্যোতি পন্ডিত, অবর কৃষি অধিকর্তা, উত্তরবঙ্গ অঞ্চল, জলপাইগুড়ি, সহ কৃষি অধিকর্তা (প্রশাসন) দিনহাটা, ডঃ প্রবোধ মন্ডল, সহ কৃষি অধিকর্তা দিনহাটা 2নং ব্লক, বীরেন্দ্রনাথ বর্মন- সভাপতি, দিনহাটা ২নং ব্লক, বিমল বর্মন- কৃষি কর্মাধ্যক্ষ,শ্রী পরিমল বাগচী, চেয়ারম্যান, দিনহাটা ২ নং ব্লক , ২০১৩ সাল থেকে হওয়া ৭ জন কৃষক রত্ন এবং অন্যান্য উপস্থিত ছিলেন।
বিস্তারিত ভিডিওতে-
Social Plugin