করোনা এখন আতঙ্কের মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে সারা বিশ্বজুড়ে। ইতিমধ্যে, করোনা মোকাবিলায় তৎপর হয়েছে প্রায় সকল দেশেই। হু এর নিধান নিয়ে চলার চেষ্টায় জন সাধারন। আর তাই প্রতিনিয়ত মাস্ক, স্যানিটাইজার থেকে শুরু করে সাবানের বাজারে পড়ছে হাহাকার। এর মাঝেই আবার অভিযোগ ওঠে ব্যবসায়ীরা কালবাজারী করে। 

এমন জরুরী সময়ে ইউকে এর এক স্কুলে ব্যবসায়ীর ভুমিকায় এক ছাত্র। বিদ্যালয়ে ছাত্রদের কাছেই বিক্রি করছে স্যানিটাইজার। তবে, ব্যবসা করছিল রমরমিয়ে। প্রতি স্কুয়েট ভারতীয় মূল্য অনুসারে ৮৫৮ টাকা। আর তাই, ছাত্রকে বহিষ্কার করে স্কুল। 

অলিভ কুপার নামের ওই ছেলেটির মা ফেসবুকে পুরো গল্পটি বর্ণনা করেন। অলিভ কুপার অন্যান্য ছাত্রদের কাছে এত বেশি দামেই স্যানিটাইজার বিক্রি করে। স্কুল কর্তৃপক্ষ জানতে পেরে তাঁকে বাড়ি ডেকে পাঠায়। করোনা ভাইরাসের হাত থেকে বাঁচাতে হ্যান্ড স্যানিটাইজার ৮৫৮ টাকায় বিক্রি করায় ছেলেটিকে স্কুল থেকে বহিষ্কার করা হয়!