দেশে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। শনিবার পর্যন্ত এই মহামারির শিকার হয়ে আক্রান্তের সংখ্যা ২৮৪, মৃত ৪। কেন্দ্র ও রাজ্যের তরফে মানুষকে নানাভাবে সতর্ক করা হচ্ছে, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতেও নিষেধ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। রবিবার দেশজুড়ে ১৪ ঘন্টার 'জনতা কারফিউ' এর ডাক দিয়েছেন মোদি। এরই মধ্যে ভারতীয় রেল সংক্রমণ এড়াতে রেলযাত্রা বন্ধ করার পরামর্শ দিল।

শনিবার ভারতীয় রেলের পক্ষ থেকে টুইট করে জানানো হয়, "আপনার সহযাত্রী করোনা আক্রান্ত হতেই পারে। সংক্রমণ এড়াতে অবিলম্বে রেলযাত্রা বন্ধ করুন। নিজে সুস্থ থাকুন, কাছের মানুষদের সুস্থ রাখুন।"