SER-20, নিগমনগর, ৩০- মার্চ  ২০২০ :

নোভেল করোনা ভাইরাসের জন্য চলছে লক ডাউন। এই সময় খাদ্যের অভাবে ভুগছেন অনেকে।তাদের পাশে এসে দাড়ালো CPI(M) এর যুব সংগঠন DYFI ।

এইদিন তারা নিগমনগরে এলাকায় প্রায় ৫০টি দুস্থ  পরিবারের হাতে চাল, আলু ও লবণ তুলে দেয়।

এইদিনের এই কর্মসূচির নেতৃত্ব দেন DYFI দিনহাটা লোকাল কমিটির সভাপতি উজ্জ্বল গুহ ও  DYFI নিগমনগর ইউনিট সভাপতি বুবাই মোদক।

DYFI নেতা উজ্জ্বল গুহ জানান, " এই দূর্দিনে তারা মানুষের পাশে থাকতে বধ্য পরিকর,  আগামী দিনে তারা আরো এইরকম কর্মসূচি নেবে" ।