Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনার জের, ২০১৮-২০১৯ অর্থবছরের আয়কর রিটার্নের সময়সীমা বৃদ্ধি


    করোনা ভাইরাসের সংক্রমণের জন্য সারা দেশে লকডাউন চলছে। জরুরী পরিষেবা ছাড়া প্রায় সব কিছু বন্ধ রাখা হয়েছে। লকডাউন না মানলে আইনী ব্যবস্থার কথাও ঘোষণা করা হয়েছে। এই লকডাউন পরিস্থিতির মোকাবিলায় নাগরিকদের সহায়তার জন্য অর্থনীতি সংক্রান্ত বেশকিছু গুরুত্বপূর্ন ঘোষণা করলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 
     
     মঙ্গলবার তিনি ঘোষণা করলেন ২০১৮-২০১৯ অর্থবছরের জন্য আয়কর রিটার্ন এর শেষ তারিখ ৩১ মার্চ ২০২০ থেকে বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে। এই কর পরিশোধে বিলম্বের জন্য সুদের হার ১২% থেকে কমিয়ে ৯% করা হয়েছে।



(This story has not been edited by Sangbad Ekalavya staff and is auto-generated from a syndicated feed.)

Ad Code