রেশন ব্যবস্থার মাধ্যমে ৭ লক্ষ ৮৫ হাজার মানুষকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে চাল দেওয়া হবে বলে শুক্রবার নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী। এখন দু- টাকা কেজি দরে মাসে পাঁচ কেজি করে চাল পাওয়া যায় রেশন থেকে। সেই চালটাই এবার বিনামূল্যে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। করোনার জেরে যাতে রাজ্যের মানুষকে অভুক্ত অবস্থায় দিন কাটাতে না হয় তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার থেকে বিদ্যালয়গুলিতে প্রতিটি 2 কেজি চাল ও আলু বিতরণ করা হবে কিছু নিয়ম মেনে-
ক) সোমবার প্রথমার্ধে প্রাথমিক / উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১১ টা থেকে দুপুর ১ টা অবধি যথাক্রমে প্রথম ও পন্চম শ্রেণির অভিভাবককে স্কুলগুলি চাল ও আলু বিতরন করবে। এটি একবারে অভিভাবকদের জমায়েত এড়াতে উপযুক্ত সংখ্যক বিতরণ পয়েন্ট করার পরামর্শ দেওয়া হয়।
খ) সোমবার বিকেল ৪ টা পর্যন্ত যথাক্রমে ২ ও ৬ শ্রেণির অভিভাবকদের জন্য একই ব্যবস্থা করা হবে।
গ) ২৪ শে মার্চ যথাক্রমে প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে যথাক্রমে তৃতীয় ও সপ্তম শ্রেনী এবং চতুর্থ ও অষ্টম শ্রেনীর শিক্ষার্থীদের জন্য একই ব্যবস্থা করা হবে।
ঘ) প্রথম থেকে ৮ ম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়গুলিও সে অনুযায়ী পরিকল্পনা করবে যাতে উপরের স্কেল অনুযায়ী ভীড় না করে উপরের মানদন্ড অনুযায়ী চাল এবং আলু শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে বিতরণ করা যেতে পারে।
Requesting Centre to immediately send us more medical kits: Bengal CM Mamata Banerjee at press meet on coronavirus pandemic— Press Trust of India (@PTI_News) March 20, 2020
Social Plugin