![]() |
pic source: mehr news agency |
একদিকে করোনা আতঙ্কে কুপোকাত বিশ্ব অন্যদিকে আজ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ।
ভূমিকম্পটির উৎসস্থল হল রাশিয়ার সেভেরো-কুরিলিস্ক শহরের ২১৮ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে প্রশান্ত মহাসাগর ও ওখোস্ক সাগরের মধ্যবর্তী একটি অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫৭ কিলোমিটার গভীরে বলে জানা গেছে। রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল ৭.৫। প্রথম দিকে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়।
সংবাদংস্থা সূত্রে খবর, এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। তবে শহরের উপকূলে একটি ৫০ সেন্টিমিটার উঁচু ঢেউ তৈরি হয়েছিল।
Social Plugin