বিশ্বে এখন আতঙ্কে। করোনা ভাইরাস চিন থেকে ভারত সর্বত্র ছড়িয়ে পড়েছে। গোমূত্র ও গোবরেই সারতে পারে করোনা ভাইরাসের সংক্রমণ! এমনটাই দাবি করেছিলেন অসমের বিজেপি বিধায়ক সুমন হরিপ্রিয়া। আর এমন সময়েই কাউপ্যাথি নামে স্যানিটাইজার পাওয়া যাচ্ছে অনলাইন মার্কেটে। পাওয়া যাচ্ছে সাবানও।
'কাউপ্যাথি নামে সেই হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে ই-কমার্স সাইটে। হ্যান্ড স্যানিটাইজার তৈরি গোমূত্র দিয়ে আর ঘুটে দিয়ে তৈরি সাবান। ৫০মিলিলিটারের ২টি হ্যান্ড স্যানিটাইজার ১০০ টাকা ও ৬ থেকে ৭টি এর সাবান প্যাক ২১০ টাকা।
'কাউপ্যাথি' স্যানিটাইজারের বিবরণীতে লেখা,"দেশি গোরুর বিশুদ্ধ গোমূত্র দিয়ে তৈরি হয়েছে এটি। একইসঙ্গে যাতে কোনও গন্ধ না বের হয়, সেজন্য এর সঙ্গে অ্যারোমা এসেনশিয়াল অয়েল ও গঙ্গাজল মেশানো হয়েছে। এতে কোনও অ্যালকোহল নেই। আপনার হাতকে এটা আর্দ্র ও কোমহল রাখবে।"
Hand Sanitizer: Buy Hand Sanitizer Online
Hand Sanitizer - Buy Alcohol Free Hand Sanitizer Online. Alcohol free hand sanitizer is a herbal formulation that gives 100% safety from bacteria, fungal and viruses. CHeck Hand Sanitizer price, benefits and reviews online.
যদিও করোনা মোকাবিলার আশা নিয়ে দেদার কিনছে মানুষ বলে জানা গেছে তবে, প্রোডাক্ট এমন কোনও তথ্য উল্লেখ কড়া হয়নি।
Social Plugin