করোনা ভাইরাসের আক্রমণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ায় শুক্রবার সকাল সকাল বিশেষ বৈঠকে বসে মুদ্রা নীতি কমিটি। যদিও এই বৈঠক নির্ধারিত সময় অনুযায়ী হলে এটি আগামী মাসে হওয়ার কথা ছিল। কিন্তু এই সঙ্কটের সময় পদক্ষেপ নেওয়া জরুরি মনে করে আরবিআই, তাই বৈঠকে রেপো রেট ও রিজার্ভ রেপো রেট কমানোর ঘোষণা করে দেশের শীর্ষ ব্যাংকটি।
সাংবাদিক সম্মেলন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস রেপো রেট কমানোর ঘোষণা করলেন।শুক্রবার মুদ্রানীতি কমিটির সঙ্গে এক বৈঠকের পরে-
1. রেপো রেট ৭৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৪.৪ শতাংশ করার ঘোষণা করা হল।
2. নির্ধারিত মুদ্রা নীতি কমিটির সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় রেপো রেটের হার ৫.১৫% থেকে ৪.৪% এ নিয়ে আসার।
3. পাশাপাশি কমল রিভার্স রেপো রেটও। ৯০ বেসিস পয়েন্ট কমল রিভার্স রেপো রেট। ফলে এখন রিভার্স রেপো রেট হল ৪ শতাংশ।
4. রিজার্ভ ব্যাংকের সাম্প্রতিক এই ঘোষণায় কমতে পারে ইএমআইও। ৩ মাস ইএমআই নেওয়া স্থগিতের পরামর্শ দিয়েছেন আরবিআইয়ের গভর্নর।
সাংবাদিক সম্মেলন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস রেপো রেট কমানোর ঘোষণা করলেন।শুক্রবার মুদ্রানীতি কমিটির সঙ্গে এক বৈঠকের পরে-
1. রেপো রেট ৭৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৪.৪ শতাংশ করার ঘোষণা করা হল।
2. নির্ধারিত মুদ্রা নীতি কমিটির সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় রেপো রেটের হার ৫.১৫% থেকে ৪.৪% এ নিয়ে আসার।
3. পাশাপাশি কমল রিভার্স রেপো রেটও। ৯০ বেসিস পয়েন্ট কমল রিভার্স রেপো রেট। ফলে এখন রিভার্স রেপো রেট হল ৪ শতাংশ।
4. রিজার্ভ ব্যাংকের সাম্প্রতিক এই ঘোষণায় কমতে পারে ইএমআইও। ৩ মাস ইএমআই নেওয়া স্থগিতের পরামর্শ দিয়েছেন আরবিআইয়ের গভর্নর।
বর্তমানে দেশে ২১ দিনের লকডাউন পর্ব চলছে। এই লকডাউন চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। গোটা দেশ লকডাউনে স্তব্ধ হয়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতেও। এই সময় তাই ত্রাতা হল রিজার্ভ ব্যাংক।
"এই পদক্ষেপের ফলে ১,৩৭,০০০ কোটি টাকার জোগান আসবে", বলেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস।
Social Plugin