করোনা সংক্রমণ মোকাবিলায় তৎপর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বারবারই সাধারন মানুষের উদ্দ্যেশে সচেতনতার বার্তা দিয়েই চলছেন। সাথে সাথে দিন-দরিদ্র মানুষদের জন্য একগুচ্ছ সুবিধা ঘোষণা করেছেন। পাশে দাড়িয়েছেন করোনা মোকাবিলার মূল কাণ্ডারি হিসেবে। খবরের কাগজ, টেলিভিশন নিউজ চ্যানেল সহ একাধিক বিনোদন মাধ্যমে সরকারি বিজ্ঞাপন দিয়ে আগেই পশ্চিমবঙ্গবাসীকে সতর্ক করেছিলেন তিনি। সচেতনতা ছড়াতে এবার পথেই নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার শহরের একাধিক হাসপাতালে ভিজিট করেন তিনি। সাথে সাথে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মাস্ক বিলি করেন মুখ্যমন্ত্রী। আবার, এদিন মুখ্যমন্ত্রীকে দেখা গেল সবজি বাজারেও। সবজি বাজারে পরিদর্শন করতে গিয়ে সুরক্ষা বলয় নিজ হাতেই আঁকলেন তিনি। সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরার করার বার্তা দেন তিনি। বৃহস্পতিবার পোস্তা, জানবাজার, গড়িয়াহাটের মতো বাজারগুলোতে পরিদর্শনে বেরিয়ে সেই একই বার্তা দিলেন তিনি।
সবজি বিক্রেতাদের তিনি বললেন, দূরত্ব বজায় রাখলেই কোনও সমস্যা হবে না। আরও একধাপ এগিয়ে তিনি আধলা ইট দিয়ে এঁকে দিয়েছেন সুরক্ষা বলয়।
সবজি বিক্রেতাদের তিনি আরও বোঝালেন, “কাছাকাছি এলেই এই রোগ ছড়িয়ে পড়বে। দূরে দূরে থাকতে হবে। মাস্ক, গ্লাভস ব্যবহার করতে হবে।”
মুখ্যমন্ত্রী সবজি বিক্রেতাদের হ্যান্ড গ্লাভস ও মাস্ক ব্যবহার করার নির্দেশ দেন। সাথে সাথে, সবজি বিক্রির পাত্র পরিষ্কার রাখারও নির্দেশ দেন তিনি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এরুপ উদ্যোগ ও সক্রিয়তাকে বাহবা দিচ্ছে বিভিন্ন মহল।
Social Plugin