দেশজুড়ে চলছে লকডাউন। আতঙ্কে দিশেহারা মানুষ এখন যেখানেই এই মারণ ভাইরাসের খবর পাচ্ছে, সেখানেই চোখ রাখছে। এই সুযোগে সাইবার অপরাধীরাও আসরে নেমে পড়েছে। করোনাভাইরাস নামের অ্যাপ চালু করে নেটিজেনদের প্রভাবিত করার চেষ্টা করছে। 

এই অ্যাপ ডাউনলোড করলেই বিপদ। কেননা সেখান থেকে যেসব লিংক গ্রাহকের মোবাইলে আসছে। তা আসলে ম্যালওয়্যার। একবার লেই লিংকে ক্লিক করলেই আপনার ফোন বা কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ তথ্য বেহাত হয়ে যাচ্ছে। 

তাই কেন্দ্র সরকার জনসাধারণকে সচেতন করতে প্রচার শুরু করেছে। বারবার বলা হচ্ছে, করোনা সম্পর্কিত তথ্য জানতে এই Spymax বা Corona live 1.1 নামের অ্যাপসগুলি ডাউনলোড করবেন না। 

একবার এই লিকগুলো ক্লিক হলেই আপনার মোবাইলে চোখ রাখবে সাইবার অপরাধীরা। সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বেহাত হয়ে যাবে। জালিয়াতদের খপ্পরে পড়তে পারেন।