pic source: dnaindia
মধ্যপ্রদেশের পর গুজরাটেও ভাঙন কংগ্রেসে। আগামী ২৬ মার্চ রাজ্যসভা নির্বাচনের আগেই কংগ্রেস থেকে ইস্তাফা দিলেন ৪ বিধায়ক। আগামী ২৬ মার্চ রাজ্যসভার চার আসনের জন্য নির্বাচন হবে।১৮২ আসন বিশিষ্ঠ গুজরাট বিধানসভায় কংগ্রেস শিবিরে আপাতত আছে ৭৩ জন বিধায়ক।চারজনের ইস্তফাপত্র গৃহীত হলে, কংগ্রেসের বিধায়ক কমে দাঁড়াবে ৬৯। রাজ্য সভায় একেকটি আসন জিততে ৩৭জন বিধায়কের ভোট প্রয়োজন। সেই অনুযায়ী দুটি দল দুটি করে আসন পেত। কিন্তু, চার বিধায়ক পদত্যাগ করায় কংগ্রেসের দ্বিতীয় আসন জয় নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিজেপি আশাবাদী, কিছু কংগ্রেস বিধায়ক ক্রস ভোটিং করলে তাঁদের তৃতীয় প্রার্থী জয়ী হবেন। 


কিছুদিন আগেই গুজরাট বিজেপির এক শীর্ষ নেতা দাবি করেছিলেন, কংগ্রেসের অন্তত ১৩ জন বিধায়ক তাঁদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। রাজ্যসভা নির্বাচনে ক্রস-ভোটিং করতে পারেন। এবং, রাজ্যসভা নির্বাচনের পরপরই বিজেপিতে যোগ দিতে পারেন। আর তাই আটঘাট বাধতে শুরু করে কংগ্রেস। বিধায়কদের কংগ্রেস শাসিত রাজ্যে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বলে খবর। কিন্তু তার আগেই চারজন বিধায়ক ইস্তাফা দিয়েছেন বলে জানা গেছে। যদিও কংগ্রেসের দাবি, তাঁদের কোনও বিধায়ক ইস্তফা দেননি। এই মুহূর্তে দ্বিতীয় আরও একটি রাজ্যে সঙ্কটে কংগ্রেস।