করোনা এখন আতঙ্কের আর এক নাম। সারা দেশে ধীরে ধীরে করোনা সংক্রমন বেড়েই চলছে। আজ বড়শাকদলে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কোচবিহার জেলা কমিটির সদস্য দীপক পালের সহায়তায় উদ্ধার হল ডাহুক পাখি।
এদিন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বেশ কয়েকজন সদস্য করোনা সম্পর্কে সচেতনাতার বার্তা পৌঁছাতে বেশ বড়শাকদলে যান। হঠাৎ তারা পাখি ধরার ছেলেদের সম্মুখীন হন। তাঁদের বুঝিয়ে ধরা পাখি গুলোকে মুক্ত করে দেন।
এ বিষয়ে দীপকবাবু জানান "কিছু ছেলে মাঝে মাঝে পাখি ধরে ,(ডাহুক )পাখির মাংস রান্না করে খায়। আমরা পশ্চিমবঙ্গ বিঙ্গান মঞ্চের কর্মী । দীপক পাল (জেলা কমিটির সদস্য)বড়শাকদল ,নিগম নগর বিজ্ঞান সভার সদস্য নিটন রায় ,প্রদীপ বর্মন,আশিক বর্মন, প্রত্যেকে মিলে করোনার সচেতনতা মূলক প্রচার করতে এসে পাখি ধরার ছেলেদের সম্মুখীন হই, এরপর পাখি যেন তারা আর কোন দিন না ধরে এই প্রতিজ্ঞা করিয়ে নেই এবং তাদের ধরা পাখিগুলি ছেড়ে দেই।"
সাথে সাথে তিনি প্রকৃতিকে বাঁচানোর কাজে সকলকে আহ্বান করেন।
Social Plugin