বাসুদেব দাস, বাসন্তীর হাট:
গত সন্ধ্যায় অগ্রগামী যুব সংঘের পরিচালনায় ও গোবিন্দ ভবন গীতাশ্রম এর সম্পূর্ণ সহযোগিতায় আশ্রমের মাঠেই অনুষ্ঠিত হয়ে গেলো বার্ষিক দোলের মেলা ।
স্বভাবতই আশেপাশের ও দূরদূরান্ত থেকে কচিকাঁচা থেকে বয়স্করা অনেকেই এসেছিল মেলা দেখতে। মাঠের দক্ষিণ ও পশ্চিম দিক জুড়ে খাবার দাবারের দোকান । মাঝখানে দোল ঘোরার প্রাঙ্গণ ।
দোল কাধে নেবার ব্যাপারে ছোটদেরই আগ্রহ বেশি দেখা গেলো। এবার অন্যান্য বারের থেকে একটু দেরি করে শুরু হয়। ছ খানা দোল, চলে ঘণ্টা দেড়েক ।
প্রতিবতের চাঁদ ওঠে আকাশে, লোক ফুরিয়ে আসে । মেলার হুল্লোড়ও এবারের মতন শেষ হয়ে আসে। তবে স্থানীয় বৃদ্ধ লোকেদের মতে এককালে ২০-২৫ খানা দোল আসতো- যা আজ শুধুই স্মৃতি।
Social Plugin