আজ থেকে শুরু হচ্ছে আবেদনের প্রক্রিয়া। আবেদন করা যাবে ১৫ই এপ্রিল পর্যন্ত।আবেদনকারী প্রার্থীদের টেট-এ উত্তীর্ণ বাধ্যতামূলক।
পুরভোটের আগে মিউনিসিপাল সার্ভিস কমিশন কলকাতা কর্পোরেশনের অনুমোদিত প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে।
মূলত কলকাতা কর্পোরেশনের অধীনে হিন্দি,ইংরেজি ও উর্দু এই তিনটি বিষয়ে স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে বলেই কমিশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী প্রায় ২০১ টি শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করবে কমিশন ।
BREAKING NEWS: প্রয়াত অভিনেতা সন্তু মুখোপাধ্যায়
মূলত কলকাতা কর্পোরেশনের অধীনে হিন্দি,ইংরেজি ও উর্দু এই তিনটি বিষয়ে স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে বলেই কমিশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী প্রায় ২০১ টি শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করবে কমিশন ।
BREAKING NEWS: প্রয়াত অভিনেতা সন্তু মুখোপাধ্যায়
প্রাথমিক শিক্ষক
|
|
মোট শূণ্যপদ
|
২০১
|
যোগ্যতা
|
d.el.ed/b.ed
|
আবেদনের শেষ তারিখ
|
১৫ এপ্রিল
|
NOTIFICATION
|
|
WEBSITE
|
Social Plugin