কলকাতা, ১১ মার্চ, ২০২০: গােটা দেশের ১৫ টি রাজ্যে আরও ১২৫ টি ব্যাঙ্কিং আউটলেট খুলল বন্ধন ব্যাঙ্ক। ইতিমধ্যে বন্ধনের ১০১০ টি ব্যাঙ্ক শাখা রয়েছে। যা এখন বেড়ে দাঁড়াল ১০১৩। ফলে আরও শক্তিশালী হল বন্ধনের ব্যাঙ্কিং নেটওয়ার্ক। সারা দেশে বন্ধনের ব্যাঙ্কিং আউটলেটের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৪১৪। এর মধ্যে ৩২০৬ টি হল ব্যাঙ্কিং ইউনিট, সেই সঙ্গে হােম লােন সার্ভিস সেন্টার রয়েছে ১৯৫ টি। দেশের ৩৬ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৩৪টিকেই এখন বন্ধনের ব্যাঙ্কিং নেটওয়ার্ক রয়েছে।

নতুন শাখা খােলার ব্যাপারে বন্ধনের উপর যে নিষেধাজ্ঞা রেখেছিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া তা সম্প্রতি প্রত্যাহার করে নিয়েছে। তার পরই নতুন ১২৫ টি ব্যাঙ্কিং আউটলেট খােলা হয়েছে। এই নতুন আউটলেটগুলির মধ্যে ৪২ টি খােলা হয়েছে উত্তরপ্রদেশে, ২৯টি খােলা হয়েছে রাজস্থানে, ১২ টি মধ্যপ্রদেশে, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ৭ টি করে নতুন আউটলেট খােলা হয়েছে। এ ছাড়া বিহারে ৬ টি, ছত্তীসগড়ে ৫ টি, ওড়িশায় ৪ টি, তামিলনাড়তে ৩টি আউটলেট খােলা হয়েছে। উত্তরাখণ্ড, কর্নাটক, মহারাষ্ট্র এবং অসমে খােলা হয়েছে ২ টি করে আউটলেট। আর দিল্লি ও পশ্চিমবঙ্গে ১ টি করে আউটলেট খােলা হয়েছে।

আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222


বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার চন্দ্রশেখর ঘােষ বলেন, “আমরা খুশি যে রিজার্ভ ব্যাঙ্ক নতুন শাখা খােলার ব্যাপারে বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। এর ফলে আর দ্রুত হারে ব্যবসা বাড়াতে পারব বলেই আমরা আশাবাদী। সার্বজনীন ব্যাঙ্ক হিসাবে মাত্র সাড়ে চার বছরের মধ্যেই আমরা সুযােগ ও সম্ভাবনাময় এলাকাগুলিকে চিহ্নিত করে আমাদের। নেটওয়ার্ক ও ব্যবসার প্রসার ঘটাতে পেরেছি। নতুন ১২৫ টি ব্যাঙ্কিং আউটলেট আরও ভাল করে পরিষেবা দিতে সাহায্য করবে। গ্রাহক ও অংশীদাররা যে পরিমাণ আস্থা ও ভরসা আমাদের উপর রেখেছেন তাতে আমরা প্রত্যয়ী যে বৃদ্ধির পথেই থাকবে বন্ধন ব্যাঙ্ক”।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ১.৯ কোটি গ্রাহককে পরিষেবা দিয়েছে বন্ধন ব্যাঙ্ক। ব্যাঙ্কের মােট আমানতের পরিমাণ ৫৪,৯০৮ কোটি টাকা। সেই সঙ্গে প্রদত্ত ঋণের পরিমাণ মােট ৬৫,৪৫৬ কোটি টাকা। ব্যাঙ্কের মােট ব্যবসার আয়তন ১,২০,৩৬৪ কোটি টাকা।