Latest News

6/recent/ticker-posts

Ad Code

বসন্ত উৎসব



বসন্ত উৎসব
মৃগাঙ্ক সরকার

শুনেছি বসন্ত এসেছে তোমার শহরে
তোমার গায়ে এখন রঙ মাখবে অন্য কেউ
এই যে এত বছর পেরোলো
সাগরতীরে ফিরলো না তবু অভিমানী ঢেউ।
কাগজ দিয়ে নৌকা কতক ভাসিয়ে দিলাম
তারাও যেনো উধাও হলো শেষে
দূরের কোনো দিগন্তে সব জমছে বোধহয়
ফিরছে না আর আমার কাছে এসে।


আমাদের দূরত্ব ঠিক কী দিয়ে নির্ণীত
কিই বা তার পরিমাপের একক
জানি না,তবে দূরত্ব বেশ বুঝিয়ে দেয়
ঠিক কতটা কাছের হয় সে লোক।
আমাদের কি দেখা হবে আবার?
মিলিয়ে যাবে দূরত্ব সব
আমার চোখের খুব কাছে রবে তুমি
আর শহর জুড়ে বসন্ত উৎসব।


মেঘের ভেলাঅনলাইন সাহিত্য পত্রিকায় আপনার লেখা পাঠাতে
যোগাযোগ করুন

Ad Code