মৃগাঙ্ক সরকার
শুনেছি বসন্ত এসেছে তোমার শহরে
তোমার গায়ে এখন রঙ মাখবে অন্য কেউ
এই যে এত বছর পেরোলো
সাগরতীরে ফিরলো না তবু অভিমানী ঢেউ।
কাগজ দিয়ে নৌকা কতক ভাসিয়ে দিলাম
তারাও যেনো উধাও হলো শেষে
দূরের কোনো দিগন্তে সব জমছে বোধহয়
ফিরছে না আর আমার কাছে এসে।
আমাদের দূরত্ব ঠিক কী দিয়ে নির্ণীত
কিই বা তার পরিমাপের একক
জানি না,তবে দূরত্ব বেশ বুঝিয়ে দেয়
ঠিক কতটা কাছের হয় সে লোক।
আমাদের কি দেখা হবে আবার?
মিলিয়ে যাবে দূরত্ব সব
আমার চোখের খুব কাছে রবে তুমি
আর শহর জুড়ে বসন্ত উৎসব।
মেঘের ভেলা – অনলাইন
সাহিত্য পত্রিকায় আপনার লেখা
পাঠাতে
যোগাযোগ করুন
|
Social Plugin