![]() |
pic source: joinindainavy.com |
সেনাবাহিনীর পর নৌসেনাতেও মহিলাদের স্থায়ী কমিশনড পদে নিয়োগের নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের এক রায়ে সপ্রিম কোর্ট জানায়, পুরুষ ও মহিলার মধ্যে কোনোরকম বৈষম্য না রেখে একই ব্যবহার করা উচিত। পুরুষ অফিসারের ন্যায় মহিলা অফিসারেরও দক্ষ, তারা একই সুবিধা পাবেন।
এদিন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে এক বেঞ্চ এদিন বলে, যেসব মহিলারা দেশের সেবা করছেন তাদের স্থায়ী পদে নিয়গ করা না হলে তা অবিচার হবে। নৌবাহিনীতেও নিয়োগের ক্ষেত্রে কোনোরকম লিঙ্গ বৈষম্য থাকতে পারে না।
Social Plugin