করোনা নিয়ে আতঙ্ক সর্বত্র। ক্রমশই ভয়ংকর রূপ নিচ্ছে করোনাভাইরাস। চিনের থেকেও চিনের বাইরে ১৭ গুণ বেশি হারে ছড়াচ্ছে এই মারণ রোগ। ফলে সব রাষ্ট্রই যে কোনও ধরণের জমায়েতের উপর রাশ টানতে কড়া পদক্ষেপ নিয়েছে। অলিম্পিক, ফ্যাশন শো, ইভেন্ট সব কিছুই পিছিয়ে দেওয়া হয়েছে। মৃতের সংখ্যা বাড়ছে হুহু করে। তাহলে কি রোখা যাবে এই মারণ ভাইরাসকে? 

এমন সময়ই কিন্তু আশার আলো দেখাচ্ছেন একদল কানাডিয়ান বিজ্ঞানী। তবে সেই দলে রয়েছেন বাঙালি বিজ্ঞানী অরিঞ্জয় বন্দ্যোপাধ্যায়ও।

ভারতীয় বংশোদ্ভূত বাঙালি বিজ্ঞানী অরিঞ্জয়ের দাবি, তাঁরা কিছুটা হলেও এই ভাইরাসকে রুখে দেওয়ার উপায় বের করে ফেলেছেন। 

অরিঞ্জয় বন্দ্যোপাধ্যায় টরোন্টোর ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের সংক্রামিত রোগ বিভাগের গবেষক। এই বিভাগ সংক্রামিত রোগ, করোনা ভাইরাসের মতো মহামারী আর বাদুড় থেকে সংক্রামিত রোগ নিয়ে গবেষণা করে থাকে। জানা গিয়েছে, এই গবেষকের দল কোভিড-১৯-এর চরিত্র চিত্রণ করতে  সমর্থ হয়েছে। ফলে খুব দ্রুত একে বাগে আনতে সমর্থ হবেন গবেষকরা। তৈরি করা যাবে প্রতিষেধক। দু'জন রোগীর লালারস ও রক্তের নমুনা সংগ্রহ করে কিছুটা হলেও করোনাকে জব্দ করার হদিশ খুঁজে পেয়েছেন তাঁরা।

শেষ মুহূর্তের গবেষণা চলছে। তাতে সাফল্য মিললেই বিশ্বজুড়ে রোখা যাবে এই মারণ রোগকে।