অলীক
অনামিকা ঘোষ
রাতের নিস্তব্ধ নিদ্রা
স্বপ্ন ঠাসা উন্মাত্ত পাষাণ ;
শর্বরী বিহঙ্গ বেশে উড়াল ,
নিদ্রাচ্ছন্ন চোখের অপলকে।
অবসাদের উৎসরা অশ্বারোহী বেগে ,
আবদ্ধ অন্তর্জালের সত্য প্রকাশে
একাকী মাঝরাতে ;
কল্পনার দাম্ভিক তাল ক্লান্ত শিরার ভাঁজে
নকশা আঁকা ডায়েরীর পত্রাঙ্করা পরনে শ্বেত বসন ,
শুভ্র পাতাগুলো
কবিতা আর উপন্যাসের ভান্ডার।
মেঘের ভেলা – অনলাইন
সাহিত্য পত্রিকায় আপনার লেখা
পাঠাতে
যোগাযোগ করুন
|
Social Plugin