Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা আতঙ্ক- সুষ্ঠু ভাবে আইপিএল করতে জরুরি পদক্ষেপ BCCI এর


ভারতের জনপ্রিয় ক্রিকেট লীগ আইপিএল শুরু হচ্ছে আগামী ২৯ মার্চ, ২০২০। যদিও এরই মধ্যে সারা ভারতে আতঙ্ক তৈরী হয়েছে করোনা ভাইরাসের সংক্ৰমণ নিয়ে। এখনও পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০।  

যদিও এই প্রতিযোগিতা সুষ্ঠু ভাবে পরিচালনা করার জন্য সবরকম প্রচেষ্টা করছে বোর্ড। BCCI এর তরফে জানানো হয়েছে করোনা সংক্ৰমণ সংক্রান্ত সরকার প্রচারিত সাবধানতার গাইডলাইন সমস্ত খেলোয়াড়, ফ্র্যাঞ্চাইজি, উড়ান সংস্থা, টিম হোটেল, সম্প্রচার কর্মী এবং প্রতিযোগিতার সঙ্গে যুক্ত বাকিদের কাছে পৌঁছে দেবে। 

পাশাপাশি বোর্ড খেলোয়াড়দের পরামর্শ দেবে ফ্যানদের সঙ্গে করমর্দন না করতে কিংবা নিজের ফোন ছাড়া অন্যের ফোনে ছবি না তুলতে।

Ad Code