ফের সাহেবগঞ্জ রোডে পথ দুর্ঘটনা । গত মাসে এই রাস্তায় দূর্ঘটনায় এক স্কুল ছাত্রীর মৃত্যু হয় । গতকাল হোলির রাত্রে বিয়ে বাড়ি থেকে ইলেকট্রিকের কাজ করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পরে শঙ্কর ব্রজবাসী নামে বছর 25 এর এক যুবক । 

স্থানীয় সূত্রে জানা যায়, কিভাবে এই যুবক পথ দুর্ঘটনার সম্মুখীন হয়েছে তা কেউই জানে না। পথচারিরা হঠাৎই দেখতে পান রাস্তায় যুবক কাতরাচ্ছে। এই দেখে পথচারিরা আহত যুবককে প্রথমে দিনহাটা হাসপাতালে ভর্তি করান। কিন্তু অবস্থা বেগতিক দেখে পরে কোচবিহার মিশন নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় তাঁকে।

স্থানীয় সূত্রে জানা গেছে আহত যুবকের বাড়ী নিগমনগর বামনটাড়ি এলাকায়, সে দিনহাটায় ইলেকট্রিক এর কাজ করতো ।

বিস্তারিত আসছে-