pic source: ECDC
করোনা আতঙ্কে আতঙ্কিত সারা দেশ। চিনের সাথে সাথে সারা বিশ্বে থাবা বসিয়েছে করোনা। এমনকি ভারত, বাংলাদেশেও করোনায় আক্রান্তের খবর বারে বারে উঠে আসছে সংবাদ মাধ্যমে। দিন দিন বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। আতঙ্কের আচ লেগেছে বাংলাতেও। এর জেরে এবার ভারত-বাংলাদেশ সীমান্ত কোচবিহার জেলা প্রশাসন এবং জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে চ্যাংরাবান্ধায় স্ক্রিনিং সেন্টার চালু করা হল।বাংলাদেশ থেকে যে সব মানুষ এই চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করবেন তাদের প্রত্যেকের স্ক্রিনিং হবে এই সেন্টারে। এই সীমান্ত দিয়ে গড়ে প্রতিদিন ৫৫০-৬০০ জন মানুষ যাতায়ত করে। সাথে সাথে বিভিন্ন দেশের মানুষ পাসপোর্ট সংক্রান্ত কাজেও এই সীমান্তে এসে থাকেন। তবে এই সীমান্তে কোনও রকম উদ্যোগ এতদিন চোখে পড়েনি। অবশেষে চ্যাংরাবান্ধা সীমান্তে চালু হল স্ক্রিনিং সেন্টার।

কোচবিহারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. সুমিত গঙ্গোপাধ্যায় বলেন, “স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে চ্যাংরাবান্ধা সীমান্তে নিয়মিত চলবে স্ক্রিনিং। কোনও ব্যক্তিকে সন্দেহজনক মনে হলে হাসপাতালে নিয়ে গিয়ে ফের পরীক্ষা করা হবে। ওখানে আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থাও থাকবে।” 

জানা গেছে, কয়েকজন স্বাস্থ্যকর্মী এই স্ক্রিনিং সেন্টারে বসবেন। সহযোগিতার জন্য ইমিগ্রেশন সেন্টারের পুলিশ কর্মীরাও থাকবেন।