Latest News

6/recent/ticker-posts

Ad Code

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কলম দিয়ে শুভেচ্ছা জানালো ABVP


SER-10,ময়নাগুড়ি, ১২ মার্চ : উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কলম দিয়ে শুভেচ্ছা জানালো অখিল ভারতীয় বিদ‍্যার্থী পরিষদ।

আজ বৃহস্পতিবার থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং পরীক্ষা চলবে ২৭শে মার্চ পযর্ন্ত। প্রতিটি রাজনৈতিক দলই বাইরে থেকে আসা ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জ্ঞ‍‍াপন করেছেন বিভিন্ন ভাবে।

আজ বৃহস্পতিবার অখিল ভারতীয় বিদ‍্যার্থী পরিষদের ময়নাগুড়ি নগর ইউনিটের পক্ষ থেকে ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন স্কুলের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে গিয়ে বাইরে থেকে আসা ছাত্র-ছাত্রীদের হাতে কলম দিয়ে শুভেচ্ছা জ্ঞ‍‍াপন করলো অখিল ভারতীয় বিদ‍্যার্থী পরিষদ।

এদিন উপস্থিত ছিলেন, ছাত্রনেতা অমিত বসাক, ময়নাগুড়ি নগর সহ-সম্পাদক অলক রায় সহ অখিল ভারতীয় বিদ‍্যার্থী পরিষদের সকল কার্যকর্তা।

ময়নাগুড়ি নগর সহ সম্পাদক অলক রায় বলেন, আজ অখিল ভারতীয় বিদ‍্যার্থী পরিষদ ময়নাগুড়ি নগর ইউনিটের পক্ষ থেকে আমগুড়ি রামমোহন উচ্চতর মাধ্যমিক বিদ‍্যালয়,ময়নাগুড়ি গালর্স হাই স্কুল, ময়নাগুড়ি সহীদগড় উচ্চ মাধ্যমিক বিদ‍্যালয় সহ ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে গিয়ে বাইরে থেকে আসা সকল ছাত্র-ছাত্রীদের হাতে কলম দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Ad Code