উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কলম,চকলেট ও জলের বোতল দিয়ে শুভেচ্ছা জানাল ময়নাগুড়ি ১নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদ


SER-10,ময়নাগুড়ি, ১২ই মার্চ: আজ থেকে শুরু হলো এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবং এই পরীক্ষা চলবে ২৭শে মার্চ পযর্ন্ত। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল বাইরের স্কুল থেকে আসা ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানাতে শুরু করে দিয়েছে বিভিন্ন রকম কর্মসূচি।

আজ ভূজারিপাড়া মোহন চাঁদ হাইস্কুলে বাইরের স্কুল থেকে আসা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কলম ও জলের বোতল দিয়ে শুভেচ্ছা জানাল ময়নাগুড়ি ১নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। উপস্থিত ছিলেন, ময়নাগুড়ি ১নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হৃদয় রায় ও ছাত্র পরিষদের সকল সদস্য।

ময়নাগুড়ি ১নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হৃদয় রায় বলেন, "বাইরের স্কুল থেকে আসা পরীক্ষার্থীদের জন্য আমাদের ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি করে কলম ও পানীয় জল ও সাথে চকলেটের ব‍্যবস্থা করেছি। এবং সকলের পরীক্ষা যেন ভালো হয় এই আশা রাখছি।"