Latest News

6/recent/ticker-posts

Ad Code

ইয়েস ব‍্যাঙ্ক কাণ্ডে জড়িয়ে গেল রিলায়েন্স! তলব কর্ণধারকে


ইয়েস ব‍্যাঙ্ক কাণ্ডে নয়া মোড়। আর্থিক প্রতারণা কাণ্ডে রিলায়্যান্স গ্রুপের কর্ণধার অনিল অম্বানিকে সমন করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রিলায়েন্স গ্রুপ ইয়েস ব‍্যাঙ্ক থেকে ১২৮০০ কোটি টাকা ঋন নিয়েছে। সেই সূত্র ধরেই তলব করা হয়েছে রিলায়েন্স কর্ণধারকে। এমনকি আন‍্যান‍্য কর্মকর্তাদেরও জিজ্ঞাসার জন‍্য ডাকা হতে পারে বলে খবর। 

এর আগে মুম্বইয়ের ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছিল অনিল অম্বানিকে। সূত্রের খবর, অসুস্থতার কারণ দেখিয়ে আর কিছুটা সময় চেয়েছিলেন তিনি।

দিল্লিতে সম্পত্তি কেনার অভিযোগে সস্ত্রীক রাণা কাপুরের বিরুদ্ধে নতুন করে একটি মামলা করে সিবিআই। এ নিয়ে তাঁদের বিরুদ্ধে দ্বিতীয় মামলা হল। উল্লেখ্য, ইয়েস ব্যাঙ্ককে বাঁচাতে ইতিমধ্যে ৪৯ শতাংশ শেয়ার কেনার ঘোষণা করেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। 

ইয়েস ব‍্যাঙ্ক কাণ্ড প্রকাশ‍্যে আসতে মাথায় হাত গ্রাহকদের। রিজার্ভ ব‍্যাঙ্কের নিয়ম-বিধির জেরেই নানান সমস‍্যায় পড়তে হচ্ছে গ্রাহকদের। 

Ad Code