সুখবর Vodafone গ্রাহকদের জন্য, বাজারে এল সস্তার দুটি Plan

টেলিকম পরিষেবা জগতে বিভিন্নভাবে প্রতিদ্বন্দ্বিতা লেগেই চলেছে, প্রতিদ্বন্দ্বিতা থেকে পিছুপা হটছেনা কোনও সংস্থা। গ্রাহকদের সুবিধা দেওয়ার জন্য এবং গ্রাহক আকর্ষণ করার জন্য প্রতিটি সংস্থা বিভিন্ন সময় বিভিন্ন রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হচ্ছে। তেমনই ভোডাফোনের তরফে ভারতে দুটি নতুন প্রিপেইড পরিকল্পনা চালু করা হয়েছে। যেগুলি হলো ২১৮ ও ২৪৮ টাকার প্রিপেইড প্ল্যান। তবে এই প্ল্যানগুলি আপাতত নির্বাচিত সার্কেলে চালু হয়েছে। ২৮ দিনের বৈধতাসহ এই প্ল্যানগুলিতে আনলিমিটেড কল সহ ভোডাফোন প্লে ও Zee5 সাবস্ক্রিপশনের সুবিধা রয়েছে। তবে প্ল্যানগুলি আপাতত দিল্লী ও হরিয়ানা সার্কেলে চালু হয়েছে। রিচার্জ প্ল্যানগুলি উক্ত সংস্থার ওয়েবসাইটে ও মাই ভোডাফোন অ্যাপের মাধ্যমে রিচার্জের জন্য উপলব্ধ।

বিস্তারিত জেনেনিন প্ল্যানগুলির সুবিধা সম্পর্কে -
২১৮ টাকাঃ যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল(লোকাল ও ন্যাশনাল) + মোট ৬ জিবি ডেটা + ১০০ এসএমএস + ভোডাফোন প্লে এবং Zee5 সাবস্ক্রিপশন। বৈধতা ২৮ দিন।

২৪৮ টাকাঃ যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল(লোকাল ও ন্যাশনাল) + মোট ৮ জিবি ডেটা + ১০০ এসএমএস + ভোডাফোন প্লে ও Zee5 সাবস্ক্রিপশন। বৈধতা ২৮ দিন।

মেনে চলুন-
1. জনকোলাহল বর্জন করুন
2. আক্রান্ত ব্যক্তির থেকে মিটার দুরত্ব বজায় রাখুন হ্যান্ডসেক দুরত্ব সংক্রমন ঘটাতে পারে
3. আপাতত প্রতিকার হিসেবে ভাইরাস বহনকারীদের সংস্পর্শ এড়িয়ে চলুন
4. বারবার হাত ধোয়া, হাত দিয়ে নাক-মুখ স্পর্শ না করা ঘরের বাইরে গেলে মুখোশ পরুন
5. হাত সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন বারবার হাত ধুন
6. মাছ মাংস ভালো করে সিদ্ধ করে রান্না করে  গরম গরম খান
7. সকালের খাবার বিকালে বিকালের খাবার রাতে খাবেন না
8. বাসি বা অপরিস্কার অপরিচ্ছন্ন খাবার থেকে বিরত থাকুন
9. সবুজ শাক সব্জী প্রচুর পরিমানে খান
10. জল প্রচুর মাত্রায় পান করুন
11. আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে মুখোশ পরুন,
12. আর নিজে অসুস্থ না হলেও, অন্যের সংস্পর্শ এড়াতে মুখোশ পরুন।
13. আক্রান্ত ব্যাক্তিকে আইসোলেশন করুন যতক্ষন না রোগী বিপদমুক্ত হচ্ছে
14. বিদেশ থেকে কোনো লোক যদি আপনার এলাকাতে আসে তার সম্বন্ধে খোঁজ খবর নিন নিকটবর্তী হসপিটালে খবর দিন
15. খুব দরকার না হলে বিদেশ ভ্রমন স্থগিত রাখুন
16. সব শেষে সর্দি, জ্বর ,কাশি ,গলা ব্যাথা ,গা ব্যাথা তার সাথে শ্বাসকষ্টের সমস্যী  হলে নিকটবর্তী চিকিৎসক বা চিকিৎসাকেন্দ্রে যত তাড়াতাড়ি পারবেন যোগাযোগ করুন সুস্থ থাকুন সবাইকে সুস্থ রাখুন
-ডা: অজয় মন্ডল
জনস্বার্থে প্রচারে সংবাদ একলব্য