করোনা ভাইরাসের জেরে বিশ্ব মহামারী অবস্থায় সকলে নেমে পড়েছে দেশের এই জরুরিকালীন অবস্থায়। একদিকে রাজ্যে মুখ্যমন্ত্রী নিজে পথে নেমে সব দিক খতিয়ে দেখছেন তেমনি সমগ্র দেশকে সেনাপতি হিসাবে রক্ষা করে চলেছেন প্রধানমন্ত্রী।  

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারি সুরক্ষা তহবিলে অনুদানের জন্য আহ্বান জানিয়েছেন জনসাধারণের কাছে। সেই আহ্বানে ব্যাপকভাবে সাড়াও দিয়েছেন সেলিব্রেটি থেকে শুরু করে সাধারণ মানুষ। 

পিএম কেয়ার ফান্ডে ৫০১টাকা অনুদান দিয়েছেন সৈয়দ আতাউর রহমান নামের এক ব্যক্তি। আতাউর  টুইটে  লিখেছেন "খুবই সামান্য অনুদান"। উত্তরে রিটুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন "এখানে ছোট-বড় কোনো বিষয় নয়। প্রতিটি অনুদান তাৎপর্যপূর্ণ। এরমধ্যে দিয়ে কোভিড-১৯ কে পরাজিত করার আমাদের সম্মিলিত সংকল্প পরিলক্ষিত হচ্ছে।"

স্বাভাবিক ভাবেই প্রধানমন্ত্রীর এই রিট্যুইটে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।