১০ বছরের রবিকে রোড রেসের জন্য তৈরি করছে শক্তি

অনাথ আশ্রমের ছোট্ট একটি শিশু যার নাম রবি। প্রতিদিন ১২ থেকে ১৬ কিলোমিটার দৌড়ায় ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত শিলিগুড়ির ছেলে শক্তি পালের তৎপরতায় রয়েছে রবি। বয়স ১০ বছর। 

এই ছোট্ট শিশু কে রোড রেসের জন্য তৈরি করছে সে। আয়লায় বিধস্ত সর্বহারা পরিবারের থেকে উঠে এসেছে রবি । আজ তার হাতে তুলে দেওয়া হবে একটি trackshoot ও sports shoes, তুলে দিবেন সমাজ সেবী শক্তি পাল।