Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা আক্রান্তের ফুসফুসের ৩ ডি ছবি সামনে এল!, কি জানা গেল?


বিশ্বজুড়ে মহামারির আকার ধারন করেছে করোনা। একে একে সারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়েছে করোনা। সারা বিশ্বে এখনও পর্যন্ত ৪০০০ জনের বেশি মৃত্যু হয়েছে এই ভাইরাসের সংক্রমণে। এই ভাইরাস নিয়ে গবেষণা চলছে। এখনও পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের নির্দিষ্ট কোনও চিকিত্সা নেই। এরইমধ্যে করোনাভাইরাস আক্রান্ত এক রোগীর ফুসফুসের ৩ ডি ছবি সামনে এসেছে।
স্কাই নিউজ টেক অনুসারে, রেডিওলজিক্যাল সোসাইটি অফ নর্থ আমেরিকা করোনা আক্রান্ত এক রোগীর ফুসফুসের ৩ডি ছবি প্রকাশ করেছে। ওই রোগীর সিটি স্ক্যান করা হয়েছিল। পরীক্ষায় নিউমোনিয়া ধরা পড়ে। সাধারণত ফুসফুস বাতাসে ভরা থাকে। কিন্তু ওই ৩ডি ছবিতে অন্য কিছু দেখা যাচ্ছে। উল্লেখ্য, করোনাভাইরাস আক্রান্তে জ্বর ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা যায়।

ইতিমধ্যে করোনা মোকাবিলায় ভারত সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সর্বসময়ের হেল্পলাইন নম্বর +91-11-23978046 এবং ncov2019@gmail.com ইমেলও প্রকাশ করেছে।

Ad Code