নতুন ভাবে নাগরিকের পরিচয় পত্র আনতে চলেছে ভারতীয় নির্বাচন কমিশন!

ডিজিটাল ভারতের দিকে আরও একধাপ এগিয়ে গেল দেশ। নতুন ভাবে নাগরিকের পরিচয় পত্র আনতে চলেছে ভারতীয় নির্বাচন কমিশন। যার জন্য পুরোনো জমানার ভোটার কার্ড বদলে তা হয়ে যাচ্ছে নতুন রুপ। এতদিন দেখা গিয়েছে পাতলা সাদামাঠা কাগজের উপর ছাপানো হত পরিচয়পত্র। তারপর সেটি ল্যামিনেশন করে তুলে দেওয়া ভোটদাতার হাতে। কিন্তু এবার এই নিয়ম থেকে ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় নির্বাচন কমিশন।

নতুন ভোটার কার্ড হবে সম্পুর্ন প্লাস্টিক নির্মিত। এখন কাগজে ছাপার পর ল্যামিনেশন প্রক্রিয়া নয়, তা হয়ে যাচ্ছে ডিজিটাল। তাতে দেওয়া যাবে রঙিন ছবিও। নতুন ভোটার কার্ডে যে ছবি দেওয়া হবে তা অবশ্যই পাসপোর্ট সাইজ হতে হবে। কোনোরকম মুখ ঢাকা অথবা সানগ্লাস পরা ছবি গ্রহনযোগ্য হবে না। পুরোনো জমানায় যে সাদাকালো ছবি পরিচয়পত্রে দেওয়া হত তাতে ব্যক্তি নিজেকে চিনতেই ভিরমি খেতেন। আসল ছবির সাথে ভোটার কার্ডের ছবির যেনো আকাশপাতাল ফারাক।

তাই এবার ভারতীয় নির্বাচন কমিশনের এই নতুন সিদ্ধান্তে স্বভাবতই খুশি নতুন ভোটাররা। তাদের হাতে তুলে দেওয়া হবে রঙিন এপিক কার্ড। শুধু নবীন ভোটার নয়, এই সুবিধা পাবেন পুরোনো ভোটাররাও। খরচ হবে মাত্র ২৫-৩০ টাকা। তার জন্য আট নম্বর ফর্ম পুরোন করতে হবে। অনলাইনেও আবেদন করা যাবে। ২১ লক্ষ নতুন ভোটার ছাড়াও যারা সংশোধনের জন্য আবেদন করবেন তারাও পাবেন ডিজিটাল এই রঙিন এপিক কার্ড। এই কাজ কর্ণাটকে শুরু হয়ে গিয়েছে।


মেনে চলুন-
1. জনকোলাহল বর্জন করুন
2. আক্রান্ত ব্যক্তির থেকে মিটার দুরত্ব বজায় রাখুন হ্যান্ডসেক দুরত্ব সংক্রমন ঘটাতে পারে
3. আপাতত প্রতিকার হিসেবে ভাইরাস বহনকারীদের সংস্পর্শ এড়িয়ে চলুন
4. বারবার হাত ধোয়া, হাত দিয়ে নাক-মুখ স্পর্শ না করা ঘরের বাইরে গেলে মুখোশ পরুন
5. হাত সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন বারবার হাত ধুন
6. মাছ মাংস ভালো করে সিদ্ধ করে রান্না করে  গরম গরম খান
7. সকালের খাবার বিকালে বিকালের খাবার রাতে খাবেন না
8. বাসি বা অপরিস্কার অপরিচ্ছন্ন খাবার থেকে বিরত থাকুন
9. সবুজ শাক সব্জী প্রচুর পরিমানে খান
10. জল প্রচুর মাত্রায় পান করুন
11. আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে মুখোশ পরুন,
12. আর নিজে অসুস্থ না হলেও, অন্যের সংস্পর্শ এড়াতে মুখোশ পরুন।
13. আক্রান্ত ব্যাক্তিকে আইসোলেশন করুন যতক্ষন না রোগী বিপদমুক্ত হচ্ছে
14. বিদেশ থেকে কোনো লোক যদি আপনার এলাকাতে আসে তার সম্বন্ধে খোঁজ খবর নিন নিকটবর্তী হসপিটালে খবর দিন
15. খুব দরকার না হলে বিদেশ ভ্রমন স্থগিত রাখুন
16. সব শেষে সর্দি, জ্বর ,কাশি ,গলা ব্যাথা ,গা ব্যাথা তার সাথে শ্বাসকষ্টের সমস্যী  হলে নিকটবর্তী চিকিৎসক বা চিকিৎসাকেন্দ্রে যত তাড়াতাড়ি পারবেন যোগাযোগ করুন সুস্থ থাকুন সবাইকে সুস্থ রাখুন
-ডা: অজয় মন্ডল
জনস্বার্থে প্রচারে সংবাদ একলব্য


কিন্তু রঙিন পরিচয় পত্র কেন?
তাতে কমিশন কর্তারা জানিয়েছেন, অনেক সুবিধা থাকছে। প্রযুক্তির সুবিধা এবং বারকোড ও নম্বর অদৃশ্য থাকার ফলে আরও বেশি নিরাপদ হবে এই নতুন পরিচয় পত্র।

*সংগৃহীত সংবাদ।