Pic source: twitter
ভারতকে হারিয়ে পঞ্চমবারের বিশ্বকাপ ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া। আইসিসি ওমেনস টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে এই ভারতের কাছেই হেরেছিল গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়াকে হারাতে পারল না ভারত। টসে জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাগ ল্যানিং। ভারতের জঘন‍্য বোলিং ও ফিল্ডিং-এর জেরে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান তোলে অস্ট্রেলিয়া। এলিসা হিলি-বেথ মুনির দুরন্ত ওপেনিং পার্টনারশিপই জয়ের ভিত শক্ত করে দেয় অস্ট্রেলিয়াকে। ৩৯ বলে ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন এলিসা হিলি। বেথ মুনি ৭৮ রানে অপরাজিত থাকেন। 

ভারতকে জয় ছিনিয়ে নিয়ে আসতে ১৮৫ রানের দরকার। কিন্তু, জবাবে ভারত ৯৯ রানে গুটিয়ে গেল। ৮৫ রানে ম্যাচ জয় অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়ার দুরন্ত বোলিং-এর চাপে পড়ে একের পর এক খেলোয়াড় মাঠ ছাড়তে থাকে। জেমাইমা রডরিগেজ(০), স্মৃতি মান্ধানা(১১), হরমনপ্রীত কৌর(৪), বেদা কৃষ্ণমূর্তিরা(১৯) মাঠ ছাড়েন। একা কিছুটা লড়াই করে ৩৩রানে ফিরে যান দিপ্তী। অস্ট্রেলিয়ার হয়ে স্কাট ৪টি এবং জোনাসেন ৩টি উইকেট নেন। 

নারী দিবসে ভারতের নারীশক্তিকে  ভারতীয়রা। অপরদিকে আজ ছিল অধিনায়িকা হয়মনপ্রীতের জন্মদিন। জন্মদিনে অস্ট্রেলিয়ার কাছে পরাজয় স্বীকার করেই ফিরতে হল তাঁকে।
আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222