নোভাল করোনা ভাইরাসের আতঙ্কে ভুগছে সাড়া দেশ পিছিয়ে নেই দিনহাটাও l এদিকে দিনহাটাবাসীর হোয়াটস্যাপে ঘুরছে করোনা আক্রমনের খবর! 

হোয়াটস্যাপ ম্যাসেজে লেখা রয়েছে মালেশিয়া ফেরৎ এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন, যিনি মালেশিয়ার কোনো এক সিমেন্ট কোম্পানিতে কাজ করতেন l এই ম্যাসেজ ঘুরছে দিনহাটাবাসীর মোবাইলে l 

এই নিয়ে দিনহাটার বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান উদয়ন গুহ তার ফেসবুকে  লিখেছেন "কিছু মানুষ পরিকল্পিত ভাবে গুজব ছড়াচ্ছেন, দিনহাটায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই ধরনের ঘটনা ঘটেনি ।" 

অন্য দিকে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার করোনা নিয়ে সচেতনতার প্রচার শুরু করে দিয়েছে l মোবাইলে কাউকে ফোন করলেই বেজে উঠছে করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় l ইতিমধ্যে রাজ্য সরকার থেকে প্রতিটি স্কুল ও বিশ্ববিদ্যালয় করোনার সচেতনতা নিয়ে নির্দেশিকা জারি করেছে l