![]() |
pic source: ansar shaikh fb page |
বিশ্ব নারী দিবসে অনন্য নজির গড়লেন দেশের সর্ব কনিষ্ঠ আই এ এস শেখ আনসার । মাত্র দু ঘন্টায় ১০০০ প্যাকেটের উপর স্যানেটারি ন্যাপকিন সংগ্রহ করলেন তিনি।
২০১৬ সালের আই এ এস ব্যাচের ছাত্র আনসার শেখ ভারতের সর্বকনিষ্ঠ আই এ এস। যুব সমাজের আইকন। মাত্র ২১ বছর বয়সেই তার এত বড় সাফল্য যা অতুলনীয়। যা যুব সমাজকে অনুপ্রেরনা যোগায়। সারা ভারতে চর্চিত এই আনসার বর্তমানে কোচবিহার জেলার দিনহাটা মহকুমার এস ডি ও হিসেবে কর্মরত।
গত ৪ মার্চ দিনহাটা মহকুমা শাসক সোশ্যাল মিডিয়ায় তার অভিজ্ঞতা ব্যক্ত করেছেন কোচবিহার তথা দিনহাটার মানুষের বিশেষত মহিলাদের স্বাস্থ্য সম্মত জীবন যাত্রার বিষয়ে l তিনি লিখেছেন -" দিনহাটা একটি প্রত্যন্ত অঞ্চল এই রাজ্যের l আমি গত 6-7 মাস থেকে কর্মসূত্রে এখানে নিযুক্ত এবং এই সময়কালে আমি স্থানীয় মানুষ বিশেষ করে মহিলাদের সঙ্গে সাক্ষাতে এটা লক্ষ্য করেছি যে খুবই কম সংখ্যক মহিলা বৈজ্ঞানিক ও স্বাস্থ্যসম্মত ভাবে নিজেদের মাসিক স্ত্রীরজঃ প্রক্রিয়া সম্পর্কে অভ্যস্থ l NHFM এর সার্ভে উঠে এসেছে কোচবিহার জেলার 19% মহিলারা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন ও বাকিরা সাধারণ কাপড় ব্যবহার করেন l এই কারণে সচেতনতার জন্যে আমরা "বান্ধবী " নামে একটি Menstrual Hygiene Management Mission কার্যকর করতে চলেছি l আগামী 7 ই এপ্রিল 2020 বিশ্বস্বাস্থ্য দিবসে তা শুভারম্ভ হতে চলেছে l "
আমাদের ফেসবুক পেজে জয়েন
হতে ক্লিক
করুন- CLICK
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত হতে
ক্লিক করুন- CLICK
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান
sangbadekalavya@gmail.com
|
বিজ্ঞাপন দিতে কথা
বলুন- 96092 21222
|
Social Plugin