কোচবিহার জেলার মাথাভাঙা মহকুমার গোলকগঞ্জের বাসিন্দা রাকেশ বর্মন গত ০৫ মার্চ নিশিগঞ্জ যাবার পথে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় । তিনি এখন বেসরকারি হাসপাতলে চিকিৎসাধীন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন । চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন । শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে সাধ্যমত সাহায্যের আবেদন জানিয়েছে "মুক্তবীণা অনলাইন সাহিত্য পত্রিকা"র সদস্যরা ।
মুক্তবীণা অনলাইন সাহিত্য পত্রিকার সম্পাদক সাবিনুল হক বলেন ," আমাদের মুক্তবীণা অনলাইন সাহিত্য পত্রিকা সবসময় মানুষের পাশে থাকে, আছে আর থাকবে। বিভিন্নরকম সমাজকল্যানমূলক কাজে আমরা সবার আগে উঠে আসি। গোলকগঞ্জের এই বাসিন্দা বর্তমান খুব অসুস্থ রয়েছেন । তার পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় সবার সাহায্য ছাড়া তার সুস্থ হওয়া একেবারেই মুশকিল । তাই আমরা তার এবং তার পরিবারের পাশে দাঁড়াতে চাইছি। সেকারণে সকলের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি। আপনাদের 10/20/50/100/200 টাকার সাহায্যে হয়তো বেঁচে যেতে পারে মানুষটির জীবন। তাই সকলে নিজেদের সাধ্যমতো সাহায্য করুন। এটাই অনুরোধ আপনাদের কাছে।"
কথা বলুন-
মুক্তবীণা অনলাইন সাহিত্য পত্রিকা ( ৮৯৬৭৬৯৫৩৭৫)
ফোনপে / গুগোল পে - 8967695375
Account- 2970652899( Central Bank)
IFSC code - cbin0281480
Social Plugin