Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিল্লীর হিংসার খবর সম্প্রচার করায় ৪৮ঘন্টা খবর সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দুই চ্যানেলকে !

pic source: outlook india
দিল্লি অশান্তির খবর সম্প্রচারিত করায় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের রোষের মুখে পড়েছে কেরলের ২টি টিভি চ্যানেল। 

‘এশিয়ানেট নিউজ’ এবং ‘মিডিয়াওয়ান টিভিকে’ ৪৮ ঘণ্টার জন্য খবর সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মন্ত্রক। অভিযোগ, এই দুই চ্যানেল উত্তর দিল্লীর হিংসা নিয়ে একপেশে খবর সম্প্রচার করেছে। ১৯৯৪-এর কেবল টিভি নেটওয়ার্ক আইন ভেঙেছে। এই আইন অনুযায়ী হিংসা, বিদ্বেষ ছড়াতে পারে এমন কোনও খবর সম্প্রচার করতে পারে না। গাইডলাইন মানেনি এই দুই চ্যানেল বলেও অভিযোগ। 

যদিও বিরোধীদের দাবি, সরকার বিরোধী খবর সম্প্রচার করায় কেন্দ্রীয় সরকারের রোষের ওপর পড়তে হল এই দুই চ্যানেলকে। 

অপরদিকে, সরকারের এমন সিদ্ধান্তে বেশ ক্ষুব্ধ এই দুই চ্যানেল। এই অগণতান্ত্রিক এবং বেআইনি সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন বলে জানিয়েছেন মিডিয়াওয়ান টিভির সম্পাদক।

Ad Code