Latest News

6/recent/ticker-posts

Ad Code

পুরোভোটের প্রস্তুতি নিতে জেলাশাসকদের নির্দেশ

pic source: eci

পুরভোট কবে হবে, এনিয়ে নানান বিতর্ক দানা বেঁধেছিল বেশ কিছুদিন ধরেই। রাজ‍্য সরকার এপ্রিলে ভোটের কথা বললে ভোট পিছোতে কমিশন পর্যন্ত পৌঁছে গিয়েছিল বিজেপি। 

জি ২৪ ঘন্টার সংবাদ অনুযায়ী  সব বিতর্ক ছাপিয়ে গেছে কমিশনের নির্দেশে। এপ্রিলেই হচ্ছে পুরভোট এই মর্মে ১৮জেলার জেলাশাসককে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে কমিশন। স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করার নির্দেশও দিয়েছে কমিশন। সাথে সাথে সংঘর্ষ হলে নজর রাখতেও বলা হয়েছে। তবে, পাকাপাকিভাবে কবে হচ্ছে পুরভোট তা এখোনো ঘোষনা করেনি কমিশন। 

মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়ও হুঁশিয়ারি দিয়েছেন পুরভোটে অশান্তি বরদাস্ত নয়। সতর্ক প্রশাসনও। তড়িঘড়ি সব জেলার জেলাশাসককে তৈরী থাকার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। সাথে সাথে পুলিশ সুপারদের সাথেও যোগাযোগ রাখার নির্দেশ দেন তিনি। পুরো নির্বাচন প্রক্রিয়া যেন নির্বিঘ্নে হয় সেদিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Ad Code