SER19:
সর্বভারতীয় শ্রমিক সংগঠন AIUTUC কোচবিহার জেলা শাখার উদ্যোগে সারা রাজ্যের সাথে কোচবিহারেও প্রতিবাদ সপ্তাহ পালিত হলো।
বিজেপি পরিচালিত ভারতের কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব হরণকারী NRC NPR ও মানুষে মানুষে বিভাজনকারী CAA প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সপ্তাহের শেষদিনে কোচবিহার কাচারী মোড়ে পালিত হলো NRC- NPR-CAA বাতিলের দাবিতে প্রচারসভা।
এই কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক বিপুল ঘোষ, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য উপেন সরকার ও রীনা ঘোষ।
গতকাল দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্য্যন্ত এই কর্মসূচি চলে।
Social Plugin