Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিল্লির হিংসা থেকে নজর ঘোরাতেই করোনা-করোনা করা হচ্ছে-মমতা


"দিল্লিতে যাদের মৃত্যু হয়েছে, তাদের কারোর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি। কারোর ডেঙ্গিতেও মৃত্যু হয়নি। দিল্লির হিংসা থেকে নজর ঘোরাতেই করোনা-করোনা করা হচ্ছে।" কালিয়াগঞ্জের পর বুনিয়াদপুরের সভা থেকেও দিল্লিতে বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

২৪ ঘণ্টার খবর অনুযায়ী, মমতা আরও বলেন, "দিল্লিতে মৃতদেহের পাহাড় পাওয়া যাচ্ছে। এখনও ৭০০ মানুষ নিখোঁজ। অনেক মৃতদেহ শনাক্ত করা যাচ্ছে না।" দিল্লি হিংসায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁরা হিন্দু না মুসলিম, এদিন কেন্দ্রের কাছে সেই জবাব তলব করেন মুখ্যমন্ত্রী। বলেন, "যারা মারা গিয়েছে, তারা হিন্দু না মুসলিম, জবাব দিতে হবে ওদেরকে।"

দিল্লির মতো ছোটো জায়গায় যারা আইন-শৃঙ্খলা সামলাতে পারেন না, তাদের বাংলা নিয়ে কথা বলা সাজে না বলেও কটাক্ষ করেন মমতা ব্যানার্জি।

বুনিয়াদপুরের সভামঞ্চ থেকে করোনাভাইরাস নিয়ে রাজ্যের মানুষকে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। অযথা আতঙ্ক ছড়াতে নিষেধ করেন। করোনা আতঙ্ক শুধুমাত্র বিজেপি সরকারের নজর ঘোরানোর চেষ্টা বলে তোপ দাগেন তিনি। একইসঙ্গে দ্রুত যাতে এই ভাইরাসের কোনও প্রতিষেধক যাতে বের হয়, সেই আশাপ্রকাশ করেন। 


Ad Code