SER-23, বাঁকুড়া,৪ মার্চ:
মর্মান্তিক বাস দুর্ঘটনা প্রাণ কাড়ল মা ও সন্তানের । আজ বিকেল নাগাদ পুরুলিয়া থেকে দুর্গাপুর যাওয়ার পথে 'পরমা' নামে একটি বেসরকারি বাসের সঙ্গে একটি টাটা ইন্ডিগো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় বড়জোড়া ও মালিয়াড়ার মধ্যবর্তী স্থান বগুলীতে । এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বেসরকারি বাসটি ।
ঘটনাস্থলে আসে পুলিশ এবং বাসটি কে ক্রেনের সাহায্যে তোলা হয় ।
স্থানীয় সূত্রে খবর , বাস এবং ইন্ডিগো গাড়িটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে আহত হয় প্রায় সতেরো জন ।
পুলিশের সঙ্গে বাসের অনান্য যাত্রীদের সহায়তায় তাঁদেরকে বড়জোড়া হসপিটালে নিয়ে যাওয়া হলে এক মহিলা ও এক শিশুকে মৃত বলে ঘোষণা করা হয় । জানাযায় , মৃত শিশু ও মহিলা হল মালিয়াড়ার বাসিন্দা চুমকি দাস এবং তাঁর এক বছরের পুত্র সায়ান দাস ।
মর্মান্তিক দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যুতে মালিয়াড়া জুড়ে নেমেছে শোকেরছায়া
Social Plugin