আসল ওয়েবসাইট 

প্রাথমিক শিক্ষা পর্ষদের আদলে হুবহু এক ওয়েবসাইট খুলে প্রাথমিক স্কুল শিক্ষক নিয়োগের নামে  লক্ষ লক্ষ চাকুরিপ্রার্থীকে প্রতারণা করছে দালাল চক্র।  

ওই ওয়েবসাইটে তৃতীয় ফেজের শিক্ষক নিয়োগের তালিকাও প্রকাশ করে দেওয়া হয়েছে। বহু চাকুরিপ্রার্থী ওই ওয়েবসাইটে নিজেদের রোল নম্বর দিয়ে প্যানেলভুক্ত হয়েছেন কিনা দেখতে শুরু করেছেন। কারোর নাম প্যানেলভুক্ত দেখানো হচ্ছে, আবার কারোর নাম প্যানেলভুক্ত হয়নি বলে বলা হচ্ছে। সব মিলিয়ে রাজ্যের লক্ষ লক্ষ চাকুরিপ্রার্থীর মধ্যে চরম বিভ্রান্তি তৈরি হয়েছে।

বর্তমান পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য  বলেন, এই ভুয়ো ওয়েবসাইটের বিষয়টি নজরে এসেছে। এই চক্র নানাভাবে প্রতারণার চেষ্টা করছে। বিধাননগর পুলিস কমিশনারেটে অভিযোগ করা হয়েছে। এই ধরনের প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জানাগেছে ‘ওয়েস্টবেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন’ নামের ওই ওয়েবসাইটের আদলে দালাল চক্র একই নামে এবং হুবহু একটি ভুয়ো ওয়েবসাইট তৈরি করেছে। তবে গুগলে সার্চ করলে আসল ওয়েবসাইট দেখা যাবে ‘www.wbbpe.org"  ক্লিক করলে, অন্যদিকে ভুয়ো ওয়েবসাইটে ঢুকতে গেলে ‘www.wbbper.org’ ক্লিক করতে হবে। 
 এখন অবশ্য সাইটিটিতে ক্লিক করলে ভেসে আসছে- “Your requested URL has been blocked as per the directions received from Department of Telecommunications, Government of India.”

বর্তমান সংবাদপত্রের সংবাদ অনুসারে -চাকুরিপ্রার্থীদের অভিযোগ, ২০১৫ সালের টেট পরীক্ষায় বসা পরীক্ষার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন জেলায় দালাল চক্র গজিয়ে উঠেছে। যারা চাকরি পাইয়ে দেওয়ার নাম করে জেলা অনুযায়ী প্রার্থী পিছু ১০ থেকে ১৫ লক্ষ টাকার রফা করেছে। কোথাও চাকুরিপ্রার্থীদের থেকে আগেভাগে সম্পূর্ণ টাকা নেওয়া হয়েছে, কোথাও বা অর্ধেক। যাদের মধ্যে সিংহভাগের চাকরি এখনও হয়নি। দালালদের টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিতে শুরু করেছে চাকুরি প্রত্যাশীরা। তাদের অভিযোগ, অনেক প্রভাবশালী এই চক্রে জড়িত। তদন্ত হলে অনেক বড় মাথা প্রকাশ্যে আসবে।