![]() |
source from social media |
পূর্ব হিমালয়ের ভুটান পাহাড়ের গা-ঘেঁষে ২১৬ বর্গ কিমি ব্যাপী জলদাপাড়া অরণ্যের সেরা আকর্ষণ একশৃঙ্গ গন্ডার। এ ছাড়াও রয়েছে বাইসন, হগ ডিয়ার, ময়ূর, বুনো শুয়োর প্রভৃতি নানান জীবজন্তু এবং নানা প্রজাতির পাখি ও সরীসৃপ। শাল, খয়ের, শিশু, শিমূল, শিরীষ গাছের ঘনজঙ্গল চিরে বয়ে চলেছে তোর্সা, মালপি, হলং, কালিঝোরা, বুড়িতোর্সা প্রভৃতি নদী।
আর এই জলদাপাড়া অভয়ারণ্যের প্রবেশদ্বার মাদারিহাট। মাদারিহাট হাইওয়ের ধারেই অভয়ারণ্যে ঢোকার চেকপোস্ট। গতকাল মালঙ্গি বিট এলাকায় ভয়াবহ দাবানলের তৈরি হয়। মুহূর্তেই সেই ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
প্রাথমিক অনুমান বিড়ি-সিগারেটের আগুন থেকেই এই ভয়াবহ দাবানলের সৃষ্টি হতে পারে। এখন যেহেতু ঝড়া পাতার মরশুম সেহেতু গন্ডার শিকারিরা পাতায় যাতে যাতায়াতের শব্দ না হয় সেই উদ্দেশ্যেও এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে সন্দেহ দানা বেঁধেছে একাংশের মনে।
আমাদের ফেসবুক পেজে জয়েন
হতে ক্লিক
করুন- CLICK
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত হতে
ক্লিক করুন- CLICK
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান
sangbadekalavya@gmail.com
|
বিজ্ঞাপন দিতে কথা
বলুন- 96092 21222
|
এই সময় স্থানীয় মানুষেরা ঝড়াপাতা পুড়িয়ে ফেলে। সেই আগুন থেকেও এই দাবানলের সৃষ্টি কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে বনদপ্তর সূত্রে খবর।
মূলতঃ এই আগুন লাগে তোর্ষা নদীর চরে যে বিস্ততৃ কাশবন রয়েছে সেখানে, তবে এই আগুন জলদাপাড়া জাতীয় উদ্যানের মূল ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি। এতে প্রায় ৭০হেক্টরের অধিক কাশবন ধ্বংশ হয়ে যায় বলে জানাগেছে। অনেক কিট-পতঙ্গ, সাপ, ময়ূর, পাখি, ছোট ছোট বন্য প্রানী মারা গেছে কিন্তু বড় কোন প্রাণীর ক্ষতির কথা এখনো জানা যায়নি।
আমাদের ফেসবুক পেজে জয়েন
হতে ক্লিক
করুন- CLICK
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত হতে
ক্লিক করুন- CLICK
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান
sangbadekalavya@gmail.com
|
বিজ্ঞাপন দিতে কথা
বলুন- 96092 21222
|
তবে গতকাল রাতেই আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে বলে জানিয়েছেন মাদারিহাট অয়াইল্ড নেচার ক্লাবের সদস্য মৃত্যুঞ্জয় সাহা।
বিস্তারিত ভিডিওতে-
Social Plugin