দিনহাটা-গিতালদহ রংপুররোডে বড় আটিয়াবাড়ী এলাকার পেট্রোল পাম্পের কাছে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে একজন গুরুতর আহত। প্রত্যক্ষ দর্শীরা জানায়, গিতালদহ থেকে দিনহাটা যেতে একটি বাইক ও অপরটি দিনহাটা থেকে গিতালদহ যাওয়ার সময় পেট্রোল পাম্প পেরিয়েই আচমকাই মুখোমুখি সংঘর্ষ হয় ।
আমাদের ফেসবুক পেজে জয়েন
হতে ক্লিক
করুন- CLICK
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত হতে
ক্লিক করুন- CLICK
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান
sangbadekalavya@gmail.com
|
বিজ্ঞাপন দিতে কথা
বলুন- 96092 21222
|
দুর্ঘটনার সাথে সাথেই একজন বাইক চালক জ্ঞান হারিয়ে ফেলে ও নাকে মুখে রক্ত আসে। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গেই তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর অসুস্থ থাকায় তাঁকে কোচবিহার ট্রান্সফার করে বলে জানা গেছে। গুরুতর আহত যুবকের নাম সুমন আলী। ওকড়াবাড়ী অঞ্চলের বাসিন্দা। দিনহাটায় মোটর সাইকেল মেকানিকের কাজ করে। প্রতিদিনের মতো এদিনেও কাজের জন্য দিনহাটা যাচ্ছিল সে।
ঘটনার জেরে এলাকায় থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে।
Social Plugin