বাংলা মোদের! গর্ব উন্নয়নের আলোয় আলোকিত দক্ষিণ ২৪ পরগনা!

রবীন মজুমদার,দক্ষিণ ২৪ পরগনা:

বাংলা মোদের গর্ব, উন্নয়নের আলোয় আলোকিত দক্ষিণ ২৪ পরগনা!-এমনই বার্তা দিতে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপে- জেলা লোকসংস্কৃতি ও যাত্রা উৎসবের আজ শুভ সূচনা হলো কাকদ্বীপ সুন্দরবন মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে। সৌজন্যে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন পরিকল্পনা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর দক্ষিণ ২৪ পরগনা।। এই অনুষ্ঠানটি শুভ সূচনা করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টু রাম পাখিরা। কাকদ্বীপ মহকুমাশাসক সৌভিক চট্টোপাধ্যায়। কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাধিপতি মাননীয়া মমতাজ মোল্লা, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের আধিকারিক লিপিকা বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য অঞ্জনা মণ্ডল ও অন্যান্য বিশিষ্টজনরা।

এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যে রয়েছে সংখ্যালঘু উন্নয়নে সামগ্রিক কর্মসূচি বহুমুখী উন্নয়নমূলক কর্মসূচি সংখ্যালঘুদের ব্যবহৃত গণকবরস্থান মসজিদ ঈদগা ইত্যাদির পরিষেবা চিহ্নিত করে প্রাচীর নির্মাণ। দুস্ত সংখ্যালঘু মহিলাদের পুনর্বাসন কর্মসূচী', জেলা অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর, দক্ষিণ ২৪ পরগনা নিম্নলিখিত প্রকল্পগুলি সুবিধা দিয়ে থাকে বার্ধক্য ভাতা শিক্ষাশ্রী আন্তবর্ণ বিবাহ পত্র প্রদান ইত্যাদি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিল প্রায় ৬০০ ওর বেশি লোকশিল্পী! তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতায় পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি ও দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে এই বহুমুখী অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রাম বাংলার সমস্ত লোকশিল্পীদের উজ্জীবিত করা হচ্ছে।