গত বছরের মাধ্যমিক পরীক্ষাতেও ছেলে পরীক্ষার্থীর তুলনায় বেশি ছিল মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা। এবারও সেই ধারা বজায় রেখে মাধ্যমিকে ছেলে পরীক্ষার্থীর তুলনায় বেশি মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা। তবে এই বছর রেকর্ড। কারণ এর আগে এত বেশি সংখ্যায় মেয়ে পরীক্ষার্থী ছিল না।

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন


গত বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০, ৬৪, ৯৮০ জন। তাঁদের মধ্যে ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪,৭৭০১৫জন। মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫,০৬,৩৭৩। আর এবার মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮ জন। যা গতবারের তুলনায় কম। 

তবে মাধ্যমিকে এবার ছাত্রীর সংখ্যা ৫ লক্ষ ৭৬ হাজার ৯ আর ছাত্রের সংখ্যা ৪ লক্ষ ৩৯ হাজার ৮৭৯। অর্থাৎ গতবারের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমলেও মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু বেড়েছে। বেড়েছে প্রায় ৬৯,৬৩৯ জন।