আজ থেকেই শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার রীতি মেনে নয়ারহাট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের সেন্টার ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ্যালয়। নয়ারহাট থেকে ওকড়াবাড়ী আসার দুটো মূল সড়কপথ। একটি নয়ারহাট ভায়া ফলিমারি হয়ে ওকড়াবাড়ী ও অপরটি নয়ারহাট ভায়া ফকিরতকেয়া হয়ে ওকড়াবাড়ী। নয়ারহাট থেকে ওকড়াবাড়ী ফলিমারি হয়ে যাওয়াটা অনেকটা সহজ। সেক্ষেত্রে, যেমন সময় কম লাগে তেমনি ঝুঁকিহীন, যানজটহীন পথ।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন
কিন্তু, মাধ্যমিক পরীক্ষা আরম্ভের বেশ কিছুদিন আগে থেকেই রাস্তা বন্ধ নোটিশ বোর্ড ঝুলিয়ে রাস্তা মেরামতের কাজ চলছে। আর, এর জেরেই নয়ারহাটের পরীক্ষার্থীদের ফকিরতকেয়া হয়ে ওকড়াবাড়ীতে পৌঁছাতে হচ্ছে। এই ঘটনার জেরে পরীক্ষার্থী ও অভিভাবক-অভিভাবিকারা বেশ অসন্তোষ প্রকাশ করেছে। সহিদুল হক নামের এক অভিভাবক জানিয়েছে, "সকলেই জানে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। সেকথায় মাথায় রেখে কাজ কি করা যেত না? এই রাস্তা বন্ধ থাকার জন্য পরীক্ষার্থীদের অনেকটা পথ ঘুরে যেতে হচ্ছে। পরীক্ষার কয়েকটাদিন রাস্তার কাজ বন্ধ রেখে বা কোনো ব্যবস্থা করে যাতায়তের ব্যবস্থা করে দিলে এই হেনস্থার স্বীকার হতো না পরীক্ষার্থীরা।"
Social Plugin