Pic source: TOI

একদিকে কলেজের স‍্যাক্ট এর আওতায় থাকা শিক্ষকদের স্থায়ীকরণে জটিলতা এখোনো কাটিয়ে উঠতে পারেনি শিক্ষাদপ্তর। অন‍্যদিকে এবার রাজ‍্যের এমএসকে স্কুল গুলিতে থাকা ভলান্টিয়ার শিক্ষকদের স্থায়ীকরণের উদ‍্যোগ নিল রাজ‍্য শিশুশিক্ষা মিশন। ২০০৯ এর ৩১ ডিসেম্বর পর্যন্ত এম এস কে গুলিতে নিযুক্ত হয়ে যারা এখোনো কর্মরত তাঁদের যাবতীয় তথ‍্য ৪ঠা মার্চের মধ‍্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, ২০১০ সালের ১ জানুয়ারির পর থেকে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর কোনও শিক্ষা সম্প্রসারক নিয়োগ করেনি। ফলে ২০০৯ সালের ৩১ ডিসেম্বরের সময়সীমাটি বেঁধে দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222

তবে, রাজ‍্যের নির্দেশিকা অনুযায়ী অল্প কয়েকজন শিক্ষক স্থায়ীকরণের সুবিধা পাবে। ২০১০ থেকে স্থায়ী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়েছে যাবার পর এসএসকে ও এমএসকে স্কুল গুলোকে বাঁচাতে বিদ‍্যালয় কমিটিগুলি অনেক সংখ‍্যক ভলান্টিয়ার শিক্ষক নিয়োগ করেছিল। কিন্তু নির্দেশিকায় ২০০৯ এর ৩১শে ডিসেম্বরের আগে নিয়োগ হওয়া ভলান্টিয়ার শিক্ষকদের স্থায়ীকরণের কথা বলা হয়েছে। ফলে, খুব বেশি সংখ‍্যক শিক্ষক এই অসুবিধা পাবে না বলেই মনে করছে এমএসকে শিক্ষক মহল।