প্রেম আর জীবনের নানা রং এর ঠিকানা দেবে "চাতক"। পরিচালনায় আতিউল ইসলাম।
এ আর প্রোডাকশন প্রযোজিত আতিউল ইসলাম ও অংশুমান সাহা পরিচালিত চলচ্চিত্র "চাতক" মুক্তি পাবে এই গ্রীষ্মে। তার একটি গানের রেকর্ডিং হয়ে গেল আজ। গানটি গেয়েছেন আই. পি. এস. অংশুমান সাহা। সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তানবির কাজি। সংগীত পরিচালক শ্রাবণ বলেন, "তিনি খুব আশাবাদী এই সিনেমার সব গান নিয়ে। তিনি বিশ্বাস করেন গানগুলো মানুষের মন ছুঁয়ে যাবে।"
আমাদের ফেসবুক পেজে জয়েন
হতে ক্লিক
করুন- CLICK
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত হতে
ক্লিক করুন- CLICK
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান
sangbadekalavya@gmail.com
|
বিজ্ঞাপন দিতে কথা
বলুন- 96092 21222
|
প্রসঙ্গত, চাতক সিনেমাটি ভালোবাসা ও সম্পর্কের গল্প। পরিবারের মধ্যে দ্বন্দ্ব, মানসিক দ্বন্দ্ব ও সম্পর্কের টানাপোড়ন এই ছবির বিষয়। কলকাতা ও মুর্শিদাবাদের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং হয়েছে। সিনেমাতে অভিনয় করেছেন সায়ন্তনী গুহঠাকুরতা, সমদর্শী দত্ত, বিশ্বনাথ বসু, অনুরাধা রায় প্রমুখ। অনুপম রায় ছাড়াও সিনেমায় গান করেছেন অংশুমান সাহা, শ্রাবণ, ইশান মিত্র, ইক্কশিতা মুখার্জি, জয়ন্তী ভট্টাচার্য প্রমুখ। গান লিখেছেন দীপাংশু আচার্য, সান্বয় মিত্র ও শ্রাবণ। ক্রিয়েটিভ পরিচালক হিসাবে কাজ করেছেন রামকৃষ্ণ চ্যাটার্জি। পরিচালক আতিউল ইসলাম জানান, ছবির অনেকটা কাজ সম্পূর্ণ হয়েছে। খুব শীঘ্রই সিনেমা হলে মুক্তি পাবে "চাতক"।
Social Plugin