![]() |
file pic somoynewstv |
বৃষ্টির রঙের সাথে পরিচয় নেই, এমন কেউ আছে কি? নিত্যদেখা চিরাচরিত সেই রূপ ছেড়ে ভিন্নরূপের বৃষ্টি দেখলে কার না চোখ কপালে ওঠে।তেমনি ঘটোনা ঘটল বাগনানে।
হলুদ বৃষ্টিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বাগনানের সাবসিট গ্রাম পঞ্চায়েতের পতিনান এলাকায়। বৃহস্পতিবার ও শুক্রবার দু’দিনই বেলা দশটা নাগাদ এই হলুদ বৃষ্টি হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। তাঁরা বিষয়টি সাবসিট গ্রাম পঞ্চায়েতে ও বাগনান ১ ব্লক প্রশাসনকে জানান। ব্লক প্রশাসনের কর্মীরা এলাকায় এসে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ও নমুনা সংগ্রহ করেন।
স্থানীয়রা জানিয়েছে, বৃষ্টি সামান্য কিছুক্ষণ হয়। দেখা যায়, কারও গায়ে পড়েছে এই হলুদ বৃষ্টির ফোঁটা। জামাকাপড়ে হলুদ ফোটার দাগ পড়ে। বাড়ির ছাদ, ত্রিপলের উপর একই ধরনের হলুদ দাগ লোকেরা দেখেন। বৃহস্পতিবার সকালেই প্রথম এই হলুদ বৃষ্টি হয়। প্রাথমিকভাবে লোকেরা হকচকিয়ে যান। অনেকে মনে করেন, দূষণের কারণেই এমনটা হতে পারে। আবার শুক্রবারও তাঁরা ওই সময়েই হলুদ বৃষ্টি হতে দেখেন। শুক্রবারও একই ঘটনা হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়ায়।
এর আগে ২০১৫ সালে মেদিনিপুরের মেশেড়ায় একই দৃশ্য দেখা গিয়েছিল। গাঢ় হলুদ রঙের বৃষ্টির জলের ফোঁটা দেখে চমকে ওঠেন গ্রামের মানুষ। সকাল ৯টা নাগাদ আচমকা এই হলুদ রঙের বৃষ্টির ফোঁটা দেখে চাঞ্চল্য ছড়ায় গ্রামময়। খবর আনন্দবাজার পত্রিকার।
পুরো ৭ মিনিট ধরে ঝরে হলুদ রঙের বৃষ্টি। বৃষ্টির জেরে গাছের পাতা, বাড়ির উঠোন, ছাদে হলুদ রঙের ছোপ পড়ে যায়। মুহূর্তেই হলুদ বৃষ্টি দেখতে ভিড় জমে যায় মেশেড়ায়।
আবহাওয়া দফতরের বিজ্ঞানীদের মতে, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র লাগোয়া ওই এলাকায় বাতাসে ব্যাপক দূষণের জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। প্রাথমিকভাবে অনুমান, এ ক্ষেত্রে অ্যাসিড মিশ্রিত থাকায় বৃষ্টির জলের রং হলুদ।
Social Plugin