নায্য বেতনের দাবীতে ‌আজ ছিল UUPTWA এর বিকাশ ভবন অভিযান। পশ্চিমবঙ্গের বঞ্চিত প্রাথমিক শিক্ষকদের নায্য বেতনের দাবীতে শান্তিপূর্ণ অবস্থান তথা সঠিক হিসাবে ডামি অপসান ফর্ম পূরণ এবং শিক্ষা দপ্তরে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচী। 

সকাল থেকে কাতারে কাতারে প্রাথমিক শিক্ষকরা সমবেত হতে থাকেন করুনাময়ী বাসস্টান্ডে। কিন্ত শান্তি পূর্ণ মিছিল শুরু হবার আগেই সংগঠনের সম্পাদিকা পৃথা বিশ্বাস সমেত 500 জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা কে গ্রেপ্তার করা হলো বিধাননগর পুশিসের পক্ষ থেকে। 

করুনাময়ী চত্ত্বরে প্রচুর পুলিশ বাহিনী,কমব্যাট ফোর্স,রয়েছে বেশ কয়েকটি জলকামান। প্রাথমিক শিক্ষক- শিক্ষিকাদের পরিচয় শোনামাত্রই গ্রেফতার করা হচ্ছে বিধাননগর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।

সংগঠনের সম্পাদিকার এই রকম গ্রেপ্তারের ঘটনায় অন্যান্য প্রাথমিক শিক্ষক- শিক্ষিকারা ছত্রখান হয়ে গেলেও ধীরে ধীরে আবার তারা পার্শ্ববর্তী স্থানে একত্রিত হতে থাকেন। এরপরে সংগঠনের সভাপতি সমেত বেশ কয়েকশো শিক্ষক-শিক্ষিকারা মিছিল করে এগিয়ে যান বিকাশ ভবন অভিমুখে এবং একই ভাবে পুলিশের তরফ থেকে গ্রেপ্তার করা হয় সন্দীপ ঘোষ সমেত কয়েকশো শিক্ষক -শিক্ষিকাকে। 
তবে হাজারে হাজারে প্রাথমিক শিক্ষকরা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং আবার নতুন রণকৌশল করে ভাগে ভাগে শান্তিপূর্ণ মিছিল করবেন বলে দৃঢ় সিদ্ধান্ত নিয়েছেন। তাতে আবার গ্রেপ্তার বরণ হতেও পিছুপা হবেন না বলে জানা গেছে। কোন অবস্থাতেই ডেপুটেশন জমা না দিয়ে বাড়ি ফিরবেন না।

নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -


তাদের বক্তব্য "শান্তিপূর্ণ গণতন্ত্রিক আন্দোলনকারী প্রাথমিক শিক্ষক- শিক্ষিকাদের  শোনামাত্রই কেন গ্রেফতার করা হচ্ছে? শান্তিপূর্ণ মিছিলের জন্য প্রশাসনের কিসের এত ভয়? পুলিশ প্রশাসনের জন্য ধিক্কার ও যথেষ্ট নয়... তবুও পিছপা হওয়ার জায়গা নেই... একজন থাকলেও প্রতিবাদ চলবে"!



এখন দেখার নতুন কোন রনকৌশল নিয়ে আন্দোলনকারীরা বিকাশ ভবনে এগিয়ে যেতে পারেন কিনা? পুলিশ প্রশাসনের ধৈর্যের পরীক্ষা তারা নিয়েই ছাড়বেন। তারা দেখতে চান কত শিক্ষক- শিক্ষিকা কে তারা গ্রেপ্তার করে জেলে নিয়ে যাবেন?


আপডেটঃ

উন্নয়ন ভবন থেকে গ্রেপ্তার হলেন নাফিসা মেহমুদ,বেলাসাহা সহ কয়েকশো আন্দোলনকারী।
আন্দোলনকারীদের দাবী তারা কেবলমাত্র জমা হওয়া ডামি ফর্ম গুলি জমা দেবেন ও শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দেবেন।কিন্ত প্রশাসন তাদের কাতর আবেদনের গুরুত্ত্ব না দিয়েই তাদের গ্রেপ্তার করে বিধান নগর থানায় নিয়ে যান।
এখনও হাজারে হাজারে শিক্ষক-শিক্ষিকারা আশাপাশেই ছড়িয়ে ছিটিয়ে আছেন যাতে পুনরায় একত্রিত হয়ে বিকাশ ভবন অভিমুখে মিছিল নিয়ে এগিয়ে যেতে পারেন।
 তাই আবারও তাদের একত্রিত হয়ে বিক্ষোভ কর্মসূচী শুরু হওয়ার  প্রহর গুণছে প্রশাসন।

বিস্তারিত আসছে

আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে এখানে ক্লিক করুন